বরগুনায় জামায়েতের তিন নেতা আটক
- আপডেট সময় : ০৭:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের অভিযোগে বরগুনার জেলা জামায়েতের সেক্রেটারি জেনারেল আফজালুর রহমান শাহীনসহ তিন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জেলা পুলিশের সহায়তায় সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলায় জামায়াতের সেক্রেটারি শাহীনের বাসায় অভিযান চালায়।এ সময় বেশ কিছু বই ও বৈঠকের কাগজপত্র ও চারটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাজুরতলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে। এ কারণে ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এনএসআই। তথ্য আসে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেলের বাড়িতে ১০/১২ জন লোক গোপন বৈঠক করছেন। পরে দুপুরে জেলা পুলিশ, বিশেষ গোয়েন্দা শাখা, জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।