বরাদ্দকৃত ত্রাণ সরকারি দলের লোকজন লুটপাট করার ঘটনায় উদ্বেগ
- আপডেট সময় : ০৫:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ সরকারি দলের লোকজন লুটপাট করার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। করোনায় কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে সঠিকভাবে ত্রাণ বিতরণ নিশ্চিত করতে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।
দুপুরে রাজধানীর তেজগাঁও শমরিতা হাসপাতালে জিয়া ফাউন্ডেশন ও ড্যাবের পক্ষ থেকে চিকিৎসকদের পিপিইসহ যাবতীয় সরঞ্জাম বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। করোনা চিকিৎসায় ডাক্তারদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে তিনি তাদেরকে মুক্তিযোদ্ধাদের ন্যায় সম্মানে ভূষিত করা ও বিশেষ প্রণোদনা প্রদানের দাবি জানান। করোনা পরিস্থিতিতে ডাক্তার ও নার্সদের সুরক্ষায় নগরীর অভিজাত হোটেলগুলোতে তাদের থাকার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। জনগণের নির্বাচিত সরকার না হওয়ায় এবং জবাবদিহিতা নেই বলেই গরীবের ত্রাণ সামগ্রি সরকারি দলের লোকজন লুটপাট করছে বলে অভিযোগ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।