বরিশাল-খুলনার সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন করবে পিরোজপুরের ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু
- আপডেট সময় : ০৩:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
পিরোজপুরের কচা নদীর উপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজ শেষের পথে। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন। এক কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি বরিশাল-খুলনা বিভাগের মধ্যে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপন করবে। এ নিয়ে সেতু এলাকার মানুষ আনন্দে ভাসছে।
২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিরোজপুরে সরকারি সফরে এসে ঘোষনা দেন কচা নদীর উপর কুমিরমার ও বেকুটিয়া পয়েন্টে নির্মিত হবে আধুনিক সেতু। ২০১৮ সালের ৩০ অক্টোবর ঢাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চীন সরকারের অর্থয়ানে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মানের ভিত্তিপ্রস্থ স্থাপন করেন তিনি।
চীন সরকারের ৬শ’ ৫৪ কোটি টাকা অনুদানসহ ৮শ’ ৮৯ কোটি টাকা ব্যয়ে ১০টি পিলার ও ৯টি স্প্যানের উপর বক্স গার্ডার টাইপের সেতুটির নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। স্বল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী সেতুটির উদ্বোধন করবেন।
এই সেতু পিরোজপুরের সাথে বরিশাল, পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা, ঝালকাঠি, বাগেরহাট, মংলা সমুদ্র বন্দর, খুলনা, যশোর, বেনাপোলসহ ১৮টি রুটের যাত্রীদের কষ্ট লাঘব করবে। জুন মাসে সেতুটি উদ্বোধনের খবরে এলাকার মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা।
সেতুটি চালু হলে, শুধু যোগযোগই নয়, এ অঞ্চলের ব্যবসা বানিজ্য, শিক্ষা ও কৃষি ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। দূর করবে বেকারত্ব। ঘটবে আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি।
চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সেতুর কাজ সম্পন্ন করতে পেরে আনন্দিত। তাদের মতে, সেতুটি বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোড়দার করবে।