বরিশালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বেড়েই চলেছে হত্যাকান্ড
- আপডেট সময় : ০৩:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৬৮১ বার পড়া হয়েছে
বরিশালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বেড়েই চলেছে হত্যাকান্ড। করোনার মধ্যেও গত সাত মাসে মহানগর থেকে শুরু করে ১০ উপজেলায় ৩২টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে। দ্রুত মামলা নিষ্পত্তি ও অপরাধীর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে আইনজীবী নেতারা। তবে, সব কিছু আইনের মাধ্যমে সমাধান সম্ভব নয় বলে মনে করেন, পুলিশ কমিশনার।
গত ১৫ এপ্রিল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সোলনা গ্রামে যৌথ পুকুরে মাছ ধরেন তৈমুর। বিষয়টি জানতে পেরে তার ভাতিজারা ক্ষুব্ধ হয়। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বাকবিতন্ডা চলে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তৈমুরকে হত্যা করে। এ মামলার পাঁচ আসামীর মধ্যে দুই ভাই এখন কারাগারে।
গত তিন জুলাই বাকেরগঞ্জ উপজেলার পান্ডব নদীর চর থেকে ছেলের গলাকাটা মরদেহ উদ্ধারের ১০ ঘন্টা পর, পিতার লাশও উদ্ধার করা হয়। এ মামলায় তিন আসামী গ্রেফতার হয়েছে। বাবা-ছেলেকে হত্যা করে ট্রলার ও টাকা লুট করে খুনিরা। করোনাকালে বিভাগে ৩২ জন হত্যাকান্ডের শিকার হয়েছেন।
মামলা দ্রুত নিস্পত্তি হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে মনে করেন, আইনজীবী নেতারা।
শুধু আইন নয়, শক্তিশালী সমাজ ব্যবস্থাও দরকার বলে জানান, পুলিশ কমিশনার।
হত্যাকান্ড কমিয়ে আনতে প্রয়োজনে আইন সংশোধন করা উচিৎ বলে জানায়, সচেতন মহল।