বরিশালে বোমা বাবুল নামে এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বরিশালে বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেব।
ভোরে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, তিনটি তাজা বোমা ও বোমা কেনাবেচার কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। বাবুল ভোলা সদর উপজেলার দক্ষিণ দীঘলদি গ্রামের বাসিন্দা। দুপুরে রূপাতলীতে রেব-৮ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে রেবের উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে নৌবন্দর এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে গ্রেফতার করা হয়। বাবুলের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় হত্যা, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।