বরিশালে হত্যা মামলায় গ্রেফতার এক নারীকে রিমান্ডে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৬৩০ বার পড়া হয়েছে
বরিশালে হত্যা মামলায় গ্রেফতার এক নারীকে রিমান্ডে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান ও পরিদর্শক মাইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল পুলিশের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আক্তারুজামান জানান, বরিশালে নারী আসামিকে রিমান্ডে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে উজিরপুর থানার পরিদর্শকের বিরুদ্ধে। এছাড়া এ ঘটনায় দায়িত্বে অবহেলা করেন থানার ওসিও। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। আদালতসূত্র জানায়, নারী আসামিকে রিমান্ডে নিয়ে যৌন নির্যাতন করার অভিযোগ তদন্তের জন্য বরিশাল পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক মাহফুজুর রহমান।