বরিশালের বাজারে ইলিশসহ সব মাছের দাম বাড়তি
- আপডেট সময় : ০৩:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
বাজারে ইলিশসহ সব ধরনের মাছের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বরিশালে সর্বোচ্চ ৭৭ হাজার টাকা মন দরে ইলিশ বিক্রি হচ্ছে পোর্ট রোডের আড়তে। এর প্রভাবে অন্য সব মাছের দামও বেড়েছে। ছোট্ট আকারের চিংড়ি বিক্রি হচ্ছে হাজার টাকা কেজি দরে। পোয়া-বেলেসহ অন্য মাছের একই অবস্থা। বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞার কারণে সাগরের মাছ না আসা এবং নদীতে কম মাছ মেলায় বেড়েছে দাম। জেলা মৎস্য কর্মকর্তা জানান,এক মাস মাছের বাজার চড়া থাকবে।
নদ-নদী-খাল-বিলের জেলা বরিশালের বাজার মাছে ভরপুর থাকে সারা বছর। তুলনামূলক কম দামেই মাছের স্বাদ নিতে পারেন এই অঞ্চলের মানুষ। তবে গেলো রমজান থেকেই মাছের বাজার চড়া। এমন বাজারে নতুন করে বেড়েছে উত্তাপ।
এক কেজি ওজনের ইলিশ মাছের দাম এখন ১ হাজার ৬শ’ টাকা। বরিশাল পোর্ট রোডের আড়তে দেড় কেজি আকারের এক মন ইলিশ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৭৭ হাজার টাকায়। ছোট্ট আকারের চিড়িংর কেজি এক হাজার টাকা। বেড়েছে অন্য সব মাছের দাম। এতে নিম্ন ও মধ্যবিত্তের কাছে মাছ খাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
বিক্রেতারা বলছেন, সমূদ্রে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। নদীতেও তেমন মাছ পাওয়া যাচ্ছে না। সরবরাহ কম থাকায়, বাজারে বেড়েছে মাছের দাম।
জুন মাসের শেষ দিকে মাছের সরবরাহ বাড়লে দাম সাধারনের নাগালের মধ্যে আসবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।
বরিশালের সর্ববৃহত মাছের আড়ত পোর্ট রোডে অন্য বছর এই সময়ে শত শত মন ইলিশ আসলেও এবার তা কমে ১৫ থেকে ২০ মনে নেমেছে।