বর্ণিল সাজে সেজেছে পর্যটন জেলা রাঙামাটি
- আপডেট সময় : ১১:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ১৭০৫ বার পড়া হয়েছে
ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ কেন্দ্র করে ঢেলে সাজানো হয়েছে দেশের অন্যতম পর্যটন জেলা রাঙামাটিকে। লম্বা ছুটিতে লাখো পর্যটকের সমাগম হবে বলে প্রত্যাশা ব্যবাসায়ীদের। তাই পর্যটক বরণে সব প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ।
পবিত্র ঈদুল ফিতর আর পাহাড়ি জনগোষ্ঠীর বৈসাবী উৎসব একসাথে হওয়ার এবার উৎসবে উৎসবে মেতে উঠবে পার্বত্য জনপদ। দুই উৎসবের লম্বা ছুটিতে ঢল নামতে পারে পর্যটকের। তাই হোটেল-মোটেল, পর্যটন স্পটগুলো ধুয়ে মুছে ঢেলে সাজাচ্ছেন কর্তৃপক্ষ।
এবার লক্ষাধিক পর্যটকের পদচারণায় মুখোর হয়ে উঠবে রাঙামাটি। দ্বিগুণ চাঙা হবে ব্যবসা-বাণিজ্য এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পর্যটকদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতির কথা জানালেন টুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।
ঈদের ছুটির পর পাহাড়ে সপ্তাহব্যাপী চলবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বর্ষবরণ উৎসব।