বর্তমান সরকারের উন্নয়নের বড় রোল মডেল হলো পদ্মা সেতু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের উন্নয়নের বড় রোল মডেল হলো পদ্মা সেতু।
সংযুক্ত আরব আমিরাতে গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। সংগঠনের সভাপতি মোঃ মাহাবুব আলম মানিক সিআইপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম সিআইপি, দুবাই আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দেলোয়ার আহমেদ ও সহ-সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সভাপতি শিকদার মোঃ শাফায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ আরো অনেকেই।