বর্তমান সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে : শিক্ষামন্ত্রী

- আপডেট সময় : ০১:১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ১৯৩১ বার পড়া হয়েছে
দারিদ্র্য যাতে উচ্চশিক্ষায় বাধা হতে না পারে সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিকেলে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় আনা হয়েছে আমূল পরিবর্তন। শিক্ষার্থীরা যাতে নিজ জেলায় উচ্চশিক্ষা নিতে পারে সেজন্য জেলায় জেলায় সরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় জোর দেয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।