বর্বর ইসরায়েলি হামলার মুখে গাজা ছাড়ছে হাজারো ফিলিস্তিনি
- আপডেট সময় : ১২:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের এলাকাগুলোয় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলে। এ হামলা থেকে বাঁচতে হাজারো মানুষ গাজা ছাড়ছে। শনিবার সকাল পর্যন্ত ইসরায়েলের হামলায় ৩৬ শিশুসহ ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় এক হাজার।
বিশ্ব সংবাদমাধ্যম গুলো বলছে, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ গাজার পর পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে। সেখানে সংঘর্ষ শুরু হওয়ার পর কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১শ’ জন। এ ছাড়া ৯ জন ইসরায়েলিও নিহত হয়েছে এ সংঘর্ষে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়েছে এবং ফিলিস্তিনিরা পেট্রলবোমা ছুড়েছে। এ ছাড়া গাজাতেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী আজ বলেছে, শুক্রবার রাতভর গাজায় হামলা চালানো হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের শুরু গত সপ্তাহে। জেরুজালেমের আল-আকসায় পবিত্র জুমাতুল বিদা আদায়কে কেন্দ্র এই সংঘর্ষের সূত্রপাত। বলা হচ্ছে, বিগত কয়েক বছরের মধ্যে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। বড় ধরনের সংঘর্ষের সূচনা হয় গত সোমবার পূর্ব জেরুজালেমে। সেই সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইসরায়েল তার হামলার বড় লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছিল ফিলিস্তিনের পুলিশ, গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বাহিনীর ভবন। এরপর গাজায় একটি শরণার্থীশিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।