বসন্ত বাতাসে সারাদেশে চলছে ভালোবাসা দিবসের জয়োগান

- আপডেট সময় : ০২:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বসন্ত বাতাসে রাজধানীসহ সারাদেশে চলছে ভালোবাসা দিবসের জয়োগান। বাসন্তি রঙের সাজপোশাকিতে প্রকৃতিও একাকার হয়ে পড়েছে।
বসন্ত বাতাসে সারাদেশে চলছে ভালোবাসা দিবসের জয়োগান। বাসন্তি রঙের সাজপোশাকিতে একাকার হয়ে পড়েছে প্রকৃতিও। নানা আয়োজনে উৎসবে মেতেছে দেশবাসী। বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলোতে ছিলো উপচে পড়া ভিড়।
প্রতি বছরের মতো বরিশালে এবারও বিভিন্ন স্থানে ফাল্গুনের প্রথম দিনে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সরকারী মহিলা কলেজে বকুল তলার আলোকায়ন মঞ্চে সকাল ১০টায় শুরু হয় বসন্ত উৎসব। ফুলে ফুলে এবং বাসন্তি রংয়ের শাড়ি পরে সেজেছে এই কলেজের শিক্ষার্থীরা। কবিতা আবৃতি, নাচ, গানের মডেলিংসহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে তারা।
চট্টগ্রামে নানা কর্মসুচি পালন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বসন্ত বরণের অনুষ্ঠান স্থল ছাড়াও সিআরবি, ডিসি হিল, বাটালিহিলসহ নগরীর বিনোদনকেন্দ্রগুলোতে ছিলো উপচে পড়া ভিড়। টাঙ্গাইলে হাতে খড়ি প্রিপারেটরী স্কুলের উদ্যোগে কোমল মতি শিশুরা তাদের মায়েদের পা ধুয়ে এবং মাকে মেডেল পরিয়য়ে ভালবাসা দিবস উদযাপন করেছে। আগামীতেও এ আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
ঋতুরাজ বসন্তের আগমনে কুয়াকাটার বেলাভূমীতে হাজির হয়েছেন বিনোদন প্রেমীরা। সাগরের বিশালতা উপভোগের পাশাপাশি ঘোরা-ঘুরি, হৈ হুল্লোর ও আনন্দে মেতে উঠেছেন বালুকা বেলায়। টুরিষ্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া নাটোর, ঝিনাইদহ ও নেত্রকোনাসহ সারাদেশে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে।