বহুতল ভবন মালিকদের বাউন্ডারী ওয়ালে সংকুচিত হয়ে পড়ছে সড়ক

- আপডেট সময় : ০২:৫০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বরিশাল নগরীতে বহুতল ভবন মালিকদের বাউন্ডারী ওয়ালে সংকুচিত হয়ে পড়ছে সড়ক। ফলে বড় ধরনের অগ্নিকান্ড থেকে শুরু করে আশংকাজনক রোগীর জন্য ব্যবহৃত গাড়ি সড়কে প্রবেশ করতে পারছে না। এতে প্রাণহানিসহ বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে নগরবাসী। এমনকি ড্রেনেজ ব্যবস্থায়ও সৃষ্টি হচ্ছে মারাত্মক সমস্যা। এ অবস্থা থেকে পরিত্রাণে এখনই সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন নগরবাসী। আর মেয়র বললেন, প্ল্যান অনুযায়ী ভবন নির্মাণে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
নগরীর সার্কুলার রোডের সাথে কালুশাহ সড়কের সংযোগ করেছে পলাশ গলি। আধা কিলোমিটার পলাশ গলিটি সম্পূর্ণ ড্রেনের উপর দিয়ে গেছে। তিন থেকে সাড়ে তিন ফুট চাওড়া সড়কটির দু’পাশে রয়েছে বহুতল ভবনসহ শতাধিক বাড়িঘর। যার বেশীরভাগ বাউন্ডারী ওয়াল দিয়ে ঘেরা। ওই সড়কে একটি রিকশা প্রবেশ করলে বিপরীতগামী রিকশাকে সাইড দেয়ার জায়গা থাকে না। এভাবে নগরীর বিভিন্ন এলাকায় তিন ফুট প্রশস্ত সড়ক বাসিন্দাদের মরন ফাদে পরিনত হয়েছে। আর তাদেরকে অনুসরণ করছে নতুন ভবন মালিকরা।
আর্থিক লেনদেনের মাধ্যমে প্লান বর্হিভূতভাবে বহুতল ভবন নির্মাণ করায় সড়ক সংকুচিত হয়ে পড়ছে। এ জন্য নগরবাসী নিজেদেরকেই দায়ি করলেন।
প্লানমাফিক কাজ হচ্ছে না স্বিকার করে সিটি করপোরেশনের স্থপতি বললেন, বহুতল ভবন নির্মানের সাথে সংশ্লিষ্টদের এব্যাপারে সতর্ক হতে হবে।
বহুতল ভবন নির্মানে দুই ভবনের মাঝখানে ও ভবনের চারিদিকে খোলা জায়গা রাখার কঠোর নির্দেশনা দেয়ার কথা জানালেন সিটি মেয়র।
৫ বছরে তিন সহস্রাধিক চার ও তিনতলা ভবনের প্লান পাশ হয়েছে। যার বেশীরভাগই উত্তোলন হয়েছে। বাকীগুলোরও নির্মাণ কাজ চলমান।