বাঁকখালী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ জেটিঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার হয়েছে।
বেলাল নতুন বাহারছড়া এলাকার ফজল করিমের ছেলে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দু’জনে। সকালে ফিশারিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ফিশারির উত্তর পাশে একটা তেলের পাম্পের সামনে বাঁকখালী নদীর পাড়ে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী। এরপর স্থানীয় জনতার সহায়তায় তাকে উদ্ধার করা হয়। সোমবার বিকেলে শখ করে নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় নিহতরা। প্রথমে মোহাম্মদ ইউনুস প্রকাশ লালুর মরদেহ এবং পরে বেলালের মরদেহ উদ্ধার হলো।