বাঁশখালীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত পাঁচ জনের পরিবারকে ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত পাঁচ জনের প্রত্যেকের পরিবারকে আপাতত ৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের কেন নির্দেশ দেওয়া হবে না? তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করে একাধিক মানবাধিকার সংগঠন। দায়ের করা রিটে বিচার বিভাগীয় তদন্ত চাওয়ার পাশাপাশি তদন্ত শেষ না হয় পর্যন্ত কয়লা বিদ্যুৎকেন্দ্রের কাজ বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়াও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫জন নিহতের ঘটনায় ডিসি ও এসপির নেতৃত্বে গঠন করা দুটি তদন্ত কমিটির রিপোর্ট দেয়ার নির্দেশনা চাওয়া হয়।