বাংলা একাডেমির সমন্বয়ে চাঁদপুরে সাহিত্যমেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বাংলা একাডেমির সমন্বয়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সাহিত্যমেলা অনুষ্ঠিত হয়েছে।
দু’দিন ব্যাপী সাহিত্যমেলার উদ্বোধনকালে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমির পুরষ্কার প্রাপ্ত ও মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীরোত্তম এমপি। হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও শিশু সাহিত্যিক আহমেদ রিয়াজ। প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমীর পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। শিক্ষক জাহিদ হাসান ও ফারজানা কুমকুমের উপস্থাপনায় হাজীগঞ্জ উপজেলার সাহিত্য অঙ্গন নিয়ে প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক ও গল্পকার মনিরুজ্জামান বাবলু। পরে অতিথিরা সাহিত্যমেলায় অংশ নেয়া স্টলগুলো পরিদর্শন করেন। নিবন্ধিত লেখকদের নিয়ে কর্মশালা, লেখকদের স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, কথাসাহিত্যিকদের ছোটগল্প উপন্যাস থেকে পাঠ ও নাট্যকারদের নাটক থেকে পাঠ অনুষ্ঠিত হয়।