বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৭:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ১৬১২ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। দাবির পক্ষে নানা স্লোগান দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরকারিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। কোটা প্রথা বাতিলের দাবিতে গাছের গুড়ি ফেলে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাএতে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে ।সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফ্লাইওভার রেললাইনসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, শুধুমাত্র প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাইরে অন্য সব কোটা বাতিলের পক্ষে তারা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ময়মনসিংহে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ঢাকা হতে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি প্রায় ২ ঘন্টা আটকে রেখে বিক্ষোভ করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টিকে উপেক্ষা করেও সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দুপুর ১২টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করে রাখে। এর আগে শিক্ষার্থীরা ববি গেটে ৬ষ্ঠ দিনের মত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা ছাড়া সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। কোটা বাতিলের এক দফা দাবিতে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ও সরকারি এমএম কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২ টার দিকে তারা প্রথমে শহরের পালবাড়ী ভাস্কর্যের মোড়ে অবস্থান নিয়ে যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে রাখেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেয়।