বাংলাদেশ ও পাকিস্তান দলের অনুশীলন অব্যাহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলন অব্যাহত রেখেচে বাংলাদেশ ও পাকিস্তান দল। টানা তৃতীয় দিনে নিজেদের ঝালিয়ে নেন দু’দলের ক্রিকেটাররা।
পাকিস্তান দলের প্রথমবার অনুশীলনে যোগ দেন অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। লম্বা সময় ব্যাটিংয়ে মনোযোগ ছিলো বাবর আজমের। এদিন সব বিভাগে প্রস্তুতি সারে পাকিস্তান। তবে, ব্যাটিংয়ে আলাদা নজর ছিলো সফরকারীদের। এদিকে, অনুশীলন করেছে বাংলাদেশ দলও। ইনডোর- আউটডোরে ঘাম ঝড়ান ক্রিকেটাররা। টি-টুয়েন্টি সিরিজের আগে বৃহস্পতিবার শেষবারের মতো অনুশীলন করবে দু’দল।১৯ নভেম্বর প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে তারা।