বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- আপডেট সময় : ১১:৫০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সীমিত আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল সাতটায় নগরীর মালোপাড়ায় দলের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন-ফেষ্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
জামালপুরে যুবদলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়ার আয়োজনে শহরের তমালতলা থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে শহরে ঘুরে নিরালা মার্কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনায় শহরের ছোটবাজারে বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ আরো অনেকে।