বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো অবস্থানে আছে: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০২:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো অবস্থানে আছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভারতকে পাশে পাবার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এই ক্ষেত্রে দুই দেশ একসাথে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ কথা বলেন তিনি।
বেলা সাড়ে ১১টার দিকে এই বৈঠকের সূচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মুজিববর্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। এসময় নরেন্দ্র মোদী আরো বলেন, সুসম্পর্কের বিষয়ে বাংলাদেশকে সবসময় প্রাধান্য দেয় ভারত।
বৈঠকের শুরুতে নয়াদিল্লীতে বঙ্গবন্ধুকে নিয়ে ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধুর সম্মানে ভারতের ডাক বিভাগে স্ট্যাম্পের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। বৈঠকে দুই শীর্ষ নেতা কোভিড মোকাবেলায় দুই দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। দ্বিপাক্ষীয় নানা বিষয়ের মধ্যে ঘোষণা করা হয়েছে নীলফামারী চিলহাটি থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত রেলপথ চালুর। এদিকে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দু’দেশের সংশ্লিষ্টখাতের প্রতিনিধিরা দুদশের মধ্য মধ্যে কৃষি, জ্বালানি, সামাজিক উন্নয়ন ও হাতি সংরক্ষণ এবং দ্বিপাক্ষিক সহায়তা সম্পর্কিত সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।