বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে
- আপডেট সময় : ০২:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বৈশ্বিক রাজনীতির নানা সমীকরণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন। মোমেন-ব্লিংকেন বৈঠকের মধ্য দিয়ে দু’দেশের টানাপোড়েনের ইতি টানার প্রত্যাশা কূটনৈতিক বিশেষজ্ঞদের।
বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের যাত্রা শুরু হয় ১৯৭২ সালের ৪ এপ্রিল।
এই সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসি সফরের জন্য মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র ব্লিংকেন।
ব্লিংকেনের এই আমন্ত্রণ, ১০ ডিসেম্বর পরবর্তী দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সেই ইতিবাচক পরিবর্তনের নেপথ্যে মানুষ যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম।
দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই আমন্ত্রণকে গুরুত্বপূর্ন বলে মনে করেন সাবেক কূটনীতিকরা।
তবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের বহুমাত্রিকতা বিবেচনায় নিয়ে কূটনৈতিক কর্মপরিকল্পনা সাজানো প্রয়োজন বলেও মত দেন সাবেক এই রাষ্ট্রদূত।
পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের আগে বাংলাদেশের করণীয় সম্পর্কেও কথা বলেন তারা।
দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে সব সময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন বলেও স্মরণ করিয়ে দেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।