বাংলাদেশ রেলওয়ে পঞ্চগড়-ঢাকা রুটে সবজি ট্রেন চালু করেছে
- আপডেট সময় : ০৮:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
করোনাকালে সকল ধরণের পণ্যবাহী ট্রেন চলাচলের পাশাপাশি কৃষিজাত পণ্য ও পার্শ্বেল মালামাল পরিবহণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে পঞ্চগড়-ঢাকা রুটে সবজি ট্রেন চালু করেছে।
দুপুরে পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে এই সবজি ট্রেনের উদ্বোধন করেন। রেলওয়ে সুত্র জানায়, কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে একটি পার্শ্বেল ট্রেন সপ্তাহে শনিবার, সোমবার, বুধবার পঞ্চগড়-ঢাকা রুটে চলবে। ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছুবে ভোর ৩টায়। সপ্তাহে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ‘ঢাকা-পঞ্চগড়’ রুটে ১টি পার্শ্বেল ট্রেন চলবে। ঢাকা ছাড়বে সকাল ৬টায়, পঞ্চগড় স্টেশনে পৌঁছুবে রাত সাড়ে ৮টায়। বিশেষ পার্শ্বেল ট্রেনে কৃষিজাত পণ্য, শাক-সবজী, দেশীয় ফলমূলসহ অন্যান্য কৃষি পণ্যাদি পরিবহনের ক্ষেত্রে মূল ভাড়ার উপর ২৫ শতাংশ রেয়াতী ও অন্যান্য সকল প্রকার চার্জ রহিত থাকবে। এছাড়া কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে সারাদেশে আটটি পার্শ্বেল ট্রেন চলাচল করছে।