বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে দেশটির নির্বাচন কমিশনে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের পক্ষে চিঠি দিয়েছেন দলটির নেতা ডেরেক ও’ব্রায়েন। ভারতের প্রধানমন্ত্রী তাঁর পদের অপব্যবহার করে বিদেশে থেকে দেশের নির্বাচনের প্রচার চালিয়েছেন বলে চিঠিতে অভিযোগ করেছে তৃণমূল। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদীর যোগ দেয়া নিয়ে আপত্তি না থাকলেও মতুয়াদের তীর্থস্থান দর্শন নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল। দলটির দাবি, পশ্চিমবঙ্গের ভোট এবং মতুয়া ভোটারদের প্রভাবিত করতেই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সেখানে যান। মোদীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবং তার গতিবিধি নিয়ন্ত্রণ করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।