বাংলাদেশী শিক্ষার্থীদের পরমাণু শিক্ষায় সহযোগিতা দেবে হাঙ্গেরি
- আপডেট সময় : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বাংলাদেশী শিক্ষার্থীদের পরমাণু শিক্ষায় সহযোগিতা দেবে হাঙ্গেরি। এছাড়া বাংলাদেশ ও হাঙ্গেরি কূটনৈতিক প্রশিক্ষণে একে অপরকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজিজ্জার্তি। এছাড়া আগামী জানুয়ারীতে ঢাকায় হাঙ্গেরীর কনস্যুলেট চালু হচ্ছে বলেও জানান তিনি। অন্যদিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ইউরোপের সমৃদ্ধ অর্থনীতির দেশ হাঙ্গেরী। মেডিকেল, ট্যুরিজম ছাড়াও নিউক্লিয়ার সায়েন্সে বেশ অগ্রগামী ইইউ ভুক্ত এই দেশটি। বাংলাদেশের সাথে হাঙ্গেরীর চমৎকার সম্পর্কও বিদ্যমান। প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী হাঙ্গেরীতে পড়াশোনার জন্যও যান। তবে এদেশে দুতাবাস না থাকায় যেতে হয় দিল্লীতে।
তবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ সফররত হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজিজ্জার্তি পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকের পর জানালেন সুখবর।বাংলাদেশ সম্প্রতি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে কাজ করছে। হাঙ্গেরি ৮০ দশক থেকে এ নিয়ে কাজ করছে। তাই প্রতিবছর ৩০ জন বাংলাদেশি ইঞ্জিনিয়ারকে হাঙ্গেরিতে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীসহ সবার সুবিধার্থে শীঘ্রই বাংলাদেশে হাঙ্গেরীর কনস্যুলেট হবে আশা করছি।
এসময় তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ব্যাপারেও হাঙ্গেরির দৃষ্টি ভঙ্গি জানান।জাতিসংঘে বাংলাদেশের সমর্থনে বিভিন্ন প্রস্তাবে সমর্থন দিচ্ছে হাঙ্গেরী , আন্তর্জাতিক আইন অনুযায়ী রোহিঙ্গাদের নিজ বাসভূমে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে আমরা মনে করি ।
এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশের কথা তুলে ধরেন মন্ত্রীর কাছে।
সমঝোতা স্মারক সইশেষে ড. এ কে মোমেনকে একটি ফুটবল উপহার দেন সফররত হাঙ্গেরীর পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিজ্জার্তি।