বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র : মিলার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১৭০০ বার পড়া হয়েছে
একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কেন্দ্রবিন্দু বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরিষ্কার করেছে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় এবং এটাই মার্কিন নীতি। এটাই বাংলাদেশ সরকারের সঙ্গে মার্কিন সম্পৃক্ততার কেন্দ্রবিন্দু। ওয়াশিংটন সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এছাড়া বাংলাদেশের সন্ত্রাসবাদ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এ বিষয়ে কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে যা আছে, এর বাইরে আর কোনো মন্তব্য নেই।