বাংলাদেশে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
- আপডেট সময় : ০১:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন মার্কিন কর্মকর্তা মিরা রেসনিক।
দিল্লিতে অনুষ্ঠেয় জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন শেষে আগামী ১১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসবেন। ঢাকায় অবস্থানের সময় এমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। শ্রদ্ধা জানাবেন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। ২০২১ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্যারিসে দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন তখন তিনি ইমানুয়েল ম্যাক্রোঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।তিন দশক পর ঢাকায় আসছেন ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট।
আগামী ৪ সেপ্টেম্বর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত উপসহকারী সেক্রেটারি মিরা রেসনিক। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতেই তার এই সফর। নিরাপত্তা সংলাপে কৌশলগত অগ্রাধিকার ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, প্রতিরক্ষা সহযোগিতা, বেসামরিক নিরাপত্তা সহযোগিতা, জাতিসংঘ শান্তিরক্ষা, সন্ত্রাস দমন এবং সহিংস চরমপন্থা মোকাবিলাসহ দুই দেশের মধ্যে অংশীদারত্ব সম্পর্কিত বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।