বাংলাদেশে থাকলেও বিএনপির চিন্তা চেতনায় পাকিস্তান : মন্তব্য আ’লীগ নেতাদের

- আপডেট সময় : ০৯:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াতের মিথ্যাচার আর যড়যন্ত্রের মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, বাংলাদেশে থাকলেও বিএনপির চিন্তা চেতনায় পাকিস্তান। দেশে কোন সন্ত্রাসী কর্মকান্ড করলে তাদের পাকিস্তানে পালিয়ে যেতে হবে বলেও হুশিয়ারি দেন তারা। কৃষক লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে কৃষক সমাবেশের আয়োজন করে কৃষকলীগ । কৃষক বাঁচাও ও দেশ বাঁচাও প্রতিপাদ্যে ওই সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, কৃষকদেরকে সারের জন্য গুলি করে হত্যা করেছে বিএনপি । আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করে দেশের মানুষকে বিব্রান্ত করতে চায় তারা।
আওয়ামী লীগ সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, সারের জন্য এখন আর কৃষকে হয়রানি হতে হয় না।
বিএনপি জামায়াতের যে কোন মিথ্যাচার ও সন্ত্রাসীদের রুখতে স্বাধীনতার স্বপক্ষে শক্তি রাজপথে থাকবে বলেও জানান বক্তারা।