বাংলাদেশে বসেই পাওয়া যাবে জাপানের অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ
- আপডেট সময় : ০৮:২১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
এখন থেকে বাংলাদেশে বসেই পাওয়া যাবে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় জাপানের অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও করা হবে রোগ নির্ণয়।
এ উপলক্ষে দুপুরে ঢাকার মধ্য বাড্ডার মানামা এম এস টাওয়ারে উদ্বোধন করা হয় জাপান মেডিকেল সেন্টারের মাই সেবা কেন্দ্রের।“মাই সেবা” জাপানি চিকিৎসকদের পরিচালনায় একটা রোগ নির্ণয় কেন্দ্র।২০১৬সালে দেশটির এক প্রতিষ্ঠানের সহযোগিতায় যার যাত্রা শুরু। নতুন এই সেবার মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি কমানোই “মাইসেবার” লক্ষ্য বলে জানান তারা। বক্তারা বলেন অনলাইনেও মিলবে এই চিকিৎসা সেবা। শুধুবাংলাদেশে স্বাস্থ্যসেবার মান উন্নতই করবে না এই সেবা, এতে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।পাশাপাশি পারিবারিক চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা, অনলাইনে ডাক্তারের পরামর্শসহ স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী ভারত, জাপান এবং বাংলাদেশের প্রথম শ্রেনীর হাসপাতালে চিকিৎসা সম্পর্কিত তথ্য দেয়া ও চিকিৎসায় যাবতীয় সহায়তা করবে প্রতিষ্ঠানটি। মধ্য বাড্ডার পাশাপাশি উত্তরা শাখা থেকেও পাওয়া যাবে এই সেবা।