বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন চায় ইইউ
- আপডেট সময় : ০৭:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। আর রাষ্ট্রদূতের সাথে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে কোনো উদ্বেগের কথা বলেনি ইউরোপীয় ইউনিয়ন। সকালে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
পরে আলোচনার বিস্তারিত তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, সবসময়ই নির্বাচনে পর্যবেক্ষদের স্বাগত জানায় সরকার।
ভিয়েনা কনভেনশন নীতিমালা অনুযায়ী কূটনীতিকরা দায়িত্ব পালন করবেন, এতে সরকারের আপত্তি নেই বলে জানান তিনি।
তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান ওবায়দুল কাদের।
বাংলাদেশের আগত নির্বাচন পর্যবেক্ষক দল নিয়ে আলোচনায় সন্তুষ্টির কথা উল্লেখ করে ইউই রাষ্ট্রদূত বলেন, অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন।