বাংলাদেশেও নতুন বৈশিষ্ট্যের করোনার উপস্থিতি পাওয়া গেছে
- আপডেট সময় : ০২:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন বৈশিষ্ট্যের সঙ্গে মিল আছে এমন জিনোমের উপস্থিতি পাওয়া গেছে বাংলাদেশেও। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ….বিসিএসআইআর জিনোমিক ল্যাব। বিশেষ করে শিশুরাও নতুন ধরণের এই ভাইরাসের শিকার হতে পারে এমনটাই ধারণা চিকিৎসাবিজ্ঞানীদের।
বিসিএসআইআর এর গবেষণায় জানা যায়, গত নভেম্বরের শুরুতে বিসিএসআইআর করোনা ভাইরাসের পাঁচটি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে। তাতে পাওয়া মিউটেশনের সঙ্গে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের মিল রয়েছে। গবেষণায় দেখা গেছে, রাশিয়া এবং পেরুতে এর আগে একই ধরনের মিউটেশন দেখা গেছে। তবে ওই দেশ দুটিতে শুধু একজন করে ব্যক্তির নমুনায় এই মিউটেশন দেখা গেছে। ইংল্যান্ডে আমাদের অনেক পরে গত ১৩ ডিসেম্বর থেকে এ ধরনের মিউটেশন ধরা পড়েছে। বিজ্ঞানীরা বলছে, অন্যান্য ধরণের চেয়ে ৭০ শতাংশ বেশি দ্রুত সংক্রমণশীল রূপান্তরিত এই ভাইরাস শিশুদের অনেক সহজে আক্রান্ত করতে পারে।