বাংলাদেশের জন্মের পর থেকেই প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে আসছে : ফখরুল
- আপডেট সময় : ০৭:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- / ১৭২২ বার পড়া হয়েছে
বাংলাদেশের জন্মের পর থেকেই প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে আসছে বলে মন্তব্য করছেন,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, প্রভুদের স্বার্থ রক্ষার দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে সরকার। দেশের ১৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দিতে ভারত বহুদিন ধরে গড়িমসি করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ফারাক্কা লংমার্চ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করে,ভাসানী অনুসারী পরিষদ।
রাষ্ট্র শক্তি ব্যবহার করে ক্ষমতাসীনরা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করছে বলে অভিযোগ করেন বক্তারা। বলেন এমন অবস্থা বেশী চলতে দেয়া যেতে পারে না।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দাবি করেন, বর্তমানে রিজার্ভ সহ নানা সমস্যার কারনে সরকারের অবস্থা নড়বড়ে।
আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নতজানু সরকার বাংলাদেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ। প্রভুদের স্বার্থ রক্ষায় জনগণের ওপর সরকার নির্যাতন চালাচ্ছে।
ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি আদায় সবাইকে সোচ্চা হতে হবে। তাই মত ভেদ ভুলে সবাইকে দাবি আদায়ে রাজপথে নেমে আসার আহ্বান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।