বাংলাদেশের তৈরী পোশাকের রপ্তানী কমছে দিনে দিনে
- আপডেট সময় : ০২:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
আমেরিকা ও ইউরোপের ওপর নির্ভরশীল বাংলাদেশের তৈরী পোশাকের রপ্তানী কমছে দিনে দিনে। পরিস্থিতি মোকাবিলায় নতুন বাজার সন্ধানে নেমেছে এই খাতের উদ্যোক্তারা। ইতোমধ্যে দুতাবাসের সহায়তা চেয়ে সরকারের কাছে আবেদন করেছে বিজিএমইএ। তাদের দাবি, সরকারি সহযোগিতা না পেলে, অচিরেই অস্থিরতা নেমে আসবে পোশাক শিল্পে। আর অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানী বৈচিত্রকরণে মনোযোগ না দিলে, হঠাৎ করেই বিপর্যয়ের মুখে পড়বে রপ্তানিমুখি পোশাক শিল্প।
চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের পরিসংখ্যন বলছে, গেলো বছরের আগস্ট মাসের পর থেকে নভেম্বর মাস ছাড়া প্রতি মাসেই রপ্তানী প্রবৃদ্ধি নেতিবাচক। রপ্তানী আদেশের অনুপাত বলছে, আপাতত সুখবর আসার সম্ভাবনা নেই। এই বাস্তবতায় নতুন বাজার খুঁজতে তৎপর পোশাক শিল্প মালিকরা
তৈরী পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, সরকারের সহায়তা ছাড়া নতুন বাজার খুঁজে পাওয়া কঠিন। তাই বিভিন্ন দেশের দুতাবাসকে সক্রিয় করার আবেদন জানানো হয়েছে।
উদ্যোক্তাদের দাবি, পোশাকশিল্পের যে কোন পণ্য তৈরির সক্ষমতা বাংলাদেশের আছে; যা বিশ্বব্যাপী মার্কেটিং করা গেলে, ঘুরে দাঁড়াবে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম এই খাতটি।
অর্থনীতিবিদরা বলছেন, নতুন বাজার তৈরীতে মিশনগুলোর গুরুত্ব অনেক। কিন্তু এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনে। আর রপ্তানীমুখি শিল্প প্রতিষ্ঠান চালায় বাণিজ্য মন্ত্রণালয়। তাই সরকারের মধ্যস্ততায় ত্রিপক্ষীয় সমন্বয় না হলে সুফল আসাটা কঠিন।
শুধুমাত্র আমেরিকা আর ইউরোপের বাজারে ওপর একটি পণ্যের রপ্তানী নির্ভরতা কমাতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে সরকার। কিন্তু সমন্ময়হীনতার কারনে সাফল্য ধরা দিচ্ছে না