বাংলাদেশের মানচিত্রে এক টুকরো ইন্ডিয়া
- আপডেট সময় : ০৩:০১:২০ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১৭৬১ বার পড়া হয়েছে
দৌলতপুর, যশোরের চৌগাছা উপজেলার আদর্শ এক গ্রাম। ভারতের সীমান্তবর্তী এ গ্রামে দুই দেশের নাগরিকরা মিলেমিশে বসবাস করছেন। সুখে-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামের উন্নয়নে কাজ করেন সবাই। সব উৎসব-আমেজে একসঙ্গে চলার অভ্যাস তাদের। নামাজ আদায়ও চলে এক মসজিদে। ৭৬ বছর আগে সীমান্ত ভাগ হলেও এখানে দুই দেশের বাসিন্দাদের মধ্যে এখনো অটুট সম্প্রীতির বন্ধন।
১৯৪৭ সালে দেশভাগের সময় দুই ভাগে ভাগ করা হয় দৌলতপুর গ্রামকে। একাংশ পড়ে বাংলাদেশে। অপরাংশ চলে যায় ভারতের পশ্চিমবঙ্গের বাগদা থানার মামা-ভাগ্নে মৌজায়। ৯০ দশকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ায় মামাভাগ্নে মৌজার ১৫টি পরিবার থেকে যায় বাংলাদেশ অংশে। বর্তমানে ইন্ডিয়াপাড়া নামে পরিচিত। সেই থেকে মানচিত্রে দু’দেশ হলেও হৃদয়ে এ গ্রামের বাসিন্দারা বাস করছেন এক রাষ্ট্রের বাসিন্দা হয়ে।
ঈদ পার্বন যে কোন উৎসব একসঙ্গে উদযাপন করেন দুই রাষ্ট্রের বাসিন্দারা। নামাজ পড়েন একই মসজিদে। শুধু আনন্দ নয় দু:খ ভাগ করে নিতে শিখেছেন তারা। কারো মৃত্যুতে জানাজা দাফনে জড়ো দুদেশের বাসিন্দারা। বাংলাদেশের মানচিত্রে এক টুকরো ইন্ডিয়া-এ উপলদ্ধি থেকে গ্রাম ঘুরে দেখতে আসেন অনেকে। সীমান্তের তারকাটার বেড়া ভুলে যুগ যুগ ধরে একসাথে বসবাস করছেন দৌলতপুর গ্রামের বাসিন্দারা। দুই দেশের সংকটময় মুহূর্তে সমস্যা সমাধান করেই চলছেন তারা।