বাংলার ‘আল্লু আর্জুন’ তকমা পেলেন আবির চৌধুরী
- আপডেট সময় : ০৪:২৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : আগামী ১৪ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা মিজানুর রহমান মিজান পরিচালিত চলচ্চিত্র ‘রাগী’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি ও আবির চৌধুরী। সিনেমার ট্রেইলার দেখে ঢালিউডের সিনেমা পরিচালকরা আবিরের মাঝে সাউথের হিরো আল্লু আর্জুনের ছায়া খুঁজে পেয়েছেন বলে মন্তব্য করেছেন।
সম্প্রতি শুটিং ক্লাবে এক সংবাদ সম্মেলনে আবিরের লুক দেখে প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু আবিরকে ভারতের দক্ষিণী সিনেমার নায়ক আল্লু আর্জুনের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ভারতের সাউথের ‘পুষ্পা’ সিনেমার নায়ক আল্লু আর্জুনের মতো লাগছে আবিরকে। আমি পোস্টার দেখে অবাক হয়ে গেছি, একদম আল্লু আর্জুন, আবির হলো আমাদের বাংলার আল্লু আর্জুন।
এ ব্যাপারে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা আবির চৌধুরী বলেন, ঢালিউডের আল্লু অর্জুনের সামঞ্জস্যতা প্রাপ্তির তুল্যতা আমাকেও পুলকিত করেছে। হয়তো আমাকে তেমনটাই লাগছে, কিন্তু সবসময় আমি বিশ্বাস করি সবার সত্তায় নিজের তুলনায় নিজে। ছবির স্টাইল এবং চরিত্রগুলি কিছু গতানুগতিক মিল থাকতেই পারে। তবে আমি বাংলাদেশের অ্যাকশন নির্ভর ছবিতে অভিনয়ের মাধ্যমে নতুন ধারা সৃস্টি করতে চাই।
আবির বলেন, আমি যেমন একজন অভিনেতা অন্যদিকে আমি একজন মাল্টিন্যাশনাল কোম্পানির ব্যবসায়ীক কর্ণধারও। সেই কারণে এতদিন চলচ্চিত্র শিল্পে নিয়মিত হতে পারিনি। তাই বলে আমার মাঝে অভিনয়ের সত্তাকে যে লালন করি না সেটা নয়। সে কারণে দীর্ঘ এক দশক পর সিনেমায় আবার ফিরে এসেছি। আশা করছি সিনেমার রুপালি জগত আমাকে উচ্চতর মাত্রায় নিয়ে যাবে।
আশরাফুর রহমান পরিচালিত ‘তুমি আসবে বলে’ চলচ্চিত্রে সর্বশেষ ২০১২ সালে অভিনয় করেন আবির চৌধুরী। এর আগে ২০১০ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘বাপ বড় না শ্বশুর বড়’ সিনেমাতেও অভিনয় করেন। বিরতি ভেঙে দীর্ঘ ১০ বছর পর ‘রাগী’ নামের একটি সিনেমার মাধ্যমে আবারো চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন আবির চৌধুরী। এই সিনেমায় তাকে দেখা যাবে অ্যাকশন হিরো হিসেবে। ইতিমধ্যে পোস্টার ও ট্রেইলার প্রকাশ হয়েছে।
‘রাগী’ সিনেমায় খলচরিত্রে দেখা যাবে অ্যাকশন কুইন মুনমুন। আরও অভিনয় করেছেন মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়ন প্রমুখকে ঘিরে সিনেমার গল্প এগিয়েছে।