‘বাই এয়ার’ রুট থাকায় ভারতগামী ১২০ জনকে ফেরৎ পাঠিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে যাওয়া দু’ দিনে ১২০ জনকে ফেরৎ পাঠিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন।
চেকপোস্ট দিয়ে গেল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত মোট ১২০ জন বাংলাদেশি যাত্রীকে ফেরত পাঠিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। ফেরত পাঠানো প্রত্যেক যাত্রীর ভিসায় উল্লেখ ছিল, ‘বাই এয়ার’। ভারতে প্রবেশের পর পেট্রাপোল ইমগ্রেশন তাদের ফেরত পাঠায়। বিকেলে দিল্লী থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, এখন থেকে ভিসায় ‘বাই এয়ার’ উল্লেখ থাকলে কাউকে স্থলপথে গ্রহণ করা হবে না। বিকেলে হঠাৎ ভারতগামী পাসপোর্ট যাত্রীদের আটকে দেয় পেট্রাপোল ইমিগ্রেশন।