বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠতায় বিএনপির ঘুম হারাম হয়ে গেছে : কাদের
- আপডেট সময় : ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৮০ বার পড়া হয়েছে
নির্বাচনে না আসার কথা বললেও বিএনপি মনোনয়ন বাণিজ্যে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, একটি সেলফি দেখেই বিএনপি নেতাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আওয়ামী লীগ ভিসা-নীতিতে ভয় পায় না, জনগণের শক্তি দিয়েই আগামী নির্বাচন করবে বলেও জানান তিনি।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী যুবলীগ। অনুষ্ঠানে যুবলীগের কেন্দ্রীয় নেতারা বলেন, অনুপ্রবেশকারীদের ব্যপারে সতর্ক থাকতে হবে। গ্রুপিং না করে বিভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা আমেরিকার দিকে তাকিয়ে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফিতে তাদের চোখ-মুখ শুকিয়ে গেছে।
সেতুমন্ত্রী জানান, লন্ডনে বসে তারেক রহমান মনোনয়ন বাণিজ্য শুরু করেছে। ড. ইউনূস যিনি শহীদ মিনারে, স্মৃতি সৌধে যান না, ১৫ আগস্টের হত্যাকান্ড, জেলহত্যার নিন্দা করেন না, তাকে আপন ভাবার সুযোগ নেই বলেও জানান ওবায়দুল কাদের।