আফগানিস্তানের বাগলানের তিনটি জেলা ফের তালেবানের নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০৩:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাগলানে স্থানীয় মিলিশিয়াদের হাত গুরুত্বপূর্ণ তিনটি জেলা ফের নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তালেবান।
গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর তাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে স্থানীয় তালেবানবিরোধী মিলিশিয়া গোষ্ঠী। তারা গত সপ্তাহে বাগলানের বানো, দেহ সালেহ ও পুল-ই-হিসার দখল করে নেয়। কিন্তু এর কয়েকদিন পরই সোমবার তালেবান যোদ্ধারা এই তিন জেলা থেকে প্রতিরোধ বাহিনীকে হটিয়ে দিয়েছে। পানশির উপত্যকার কাছে বাদাখশান, তাখার এবং আন্দারাবেও তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এক টুইটারে এই দাবি করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
এদিকে গোটা আফগানিস্তান নিয়ন্ত্রণে নিলেও এখনও তালেবানের দখলে আসেনি দেশটির পাঞ্জশির প্রদেশ। তবে পাঞ্জশির দখলে তাদের কয়েকশ যোদ্ধাকে পাঠানো হয়েছে। এরইমধ্যে তালেবান যোদ্ধারা পাঞ্জশির ঘিরে ফেলেছে। স্থানীয় সরকারি কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে তালেবানের হাতে নিয়ন্ত্রণ দিতে অস্বীকৃতি জানানোর পর পাঞ্জশিরে তালেবান যোদ্ধাদের পাঠানো হয়।