বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাটে ভেসে গেছে ৫ হাজার চিংড়ি ঘের
- আপডেট সময় : ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
গত তিনদিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাটে ভেসে গেছে প্রায় ৫ হাজার চিংড়ি ঘের। এতে চিংড়ি চাষীদের ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। নেট-পাটা দিয়েও শেষ রক্ষা হয়নি। এ অবস্থায় সব হারিয়ে পথে বসে গেছে অনেক চিংড়ি চাষী।
কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলায় ৪ হাজার ২৩০টি মৎস্য ঘেরের ক্ষতি হয়েছে। এরমধ্যে বাগেরহাট সদরে ৩৭৫, কচুয়ায় ৬৪০, শরণখোলায় ১০০, রামপালে ১ হাজার ৫৪০, মোরেলগঞ্জে ৮৫৫ এবং মোংলায় ৭২০টি ঘেরের মাছ ভেসে গেছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৮২৫ একর জমিতে থাকা মৎস ঘের। মৎস্য অধিদপ্তরের তথ্যের বাইরেও আরো অনেক ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে বলে দাবি করেছেন মৎস্য চাষীরা।
জেলায় সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে রামপালে। এ উপজেলায় ভেসে গেছে ১ হাজার ৫৪০টি চিংড়ি ঘের।
এদিকে জেলার বিভিন্ন এলাকার পানি নামতে শুরু করলেও এখনও পানিবন্দি জেলার কয়েক হাজার পরিবার। চরম দুর্ভোগে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মানুষ।