বাগেরহাটের রামপালে ধান চাষ করে বিপাকে কৃষক
- আপডেট সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
- / ১৫৯০ বার পড়া হয়েছে
বাগেরহাটে রামপালে ধান চাষ করে বিপাকে পড়েছেন প্রায় তিন শতাধিক কৃষক। চিংড়ি চাষের জন্য ঘের ব্যবসায়ীরা জমিতে লবন পানি প্রবেশ করানোয় মরতে শুরু করেছে ধান গাছ। এমন অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি কৃষকরা।তবে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ বলছে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
বাগেরহাটের রামপাল উপজেলায় লবন পানি ঠেকাতে খালে বাঁধ দেয় কৃষকরা। কিন্তু সম্প্রতি চিংড়ি চাষের জন্য স্থানীয় প্রভাবশালী ঘের মালিকরা খাল কেটে ধানের জমিতে লবন পানি প্রবেশ করায়। এতে নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের ফসল। যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।
জেলা প্রশাসন বলছে সরেজমিনে পরিদর্শন করে ধান চাষি ও মৎস্য ঘের ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট সমস্য সমাধানের চেষ্টা করা হচ্ছে।
কৃষি বিভাগের সহায়তায় রামপাল উপজেলার দুটি ইউনিয়নে প্রায় তিন’শ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন কৃষক।