বাজার সিন্ডিকেট রুখতে কঠোর অবস্থানে মন্ত্রণালয় : বাণিজ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৫:০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৮০ বার পড়া হয়েছে
বেঁধে দেয়া দামে পেঁয়াজ, আলু ও ডিম বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার সিন্ডিকেট নিয়ে কঠোর অবস্থানে রয়েছে মন্ত্রণালয় জানালেন মন্ত্রী।
সকালে রংপুরের বাসভবনে সাংবাদিকদের এসব কথা জানান। টিপু মুনশি জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দেয়া দাম ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার ব্যবস্থাপনায় কাজ করবে ভোক্তা অধিকার অধিদপ্তর। বাণিজ্য মন্ত্রণালয়ের কিছুটা ঘাটতি থাকতে পারে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সব মন্ত্রণালয় মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা চলছে। এদিকে, রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে সরকার মূল্য নির্ধারণ করার পরও দাম কমেনি নিত্য কোন পণ্যের। বরং সরকারি ছুটির দিনগুলোতে ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দেন।