বাজারে দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে দেশের সাধারণ মানুষের
- আপডেট সময় : ০২:৪৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চাল নিয়ে কয়েক দফা অভিযান চালানো হলেও দাম নিয়ন্ত্রণ করতে পারেনি কতৃর্পক্ষ। বাজারে শুকনো মরিচ, ভোজ্য তেল ও সব রকম মুরগির দাম বাড়ার সাথে সাথে বেড়েছে আলু-ডাল-চিনির দাম। বেড়েছে গাজর, টমেটোর দাম। ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকা হালিতে। অন্যান্য নিত্যপণ্যের দামও উর্ধ্বমূখী।
বাজারে দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে দেশের সাধারণ মানুষের। মধ্য ও নিম্ন আয়ের মানুষের নতুন আতঙ্ক বর্তমান বাজার ব্যবস্থা।
গত সপ্তাহে তেলের দাম ৭ টাকা বেড়ে এক লিটার তেল বিক্রি হচ্ছে ২০৫ টাকা। যা গত এক বছরে তেলের দাম বৃদ্ধি পায় ৪৬ শতাংশ।
নিত্যপণ্যের অগ্নিমূল্যে ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছে। বছরের ব্যবধানে এমন দাম বৃদ্ধি নিয়ে শংকিত তারা।
চালের দাম কয়েক মাস ধরেই বেশি। দাম নিয়ন্ত্রণে চাল মজুদের বিরুদ্ধের অভিযানেও কোন সুফল বয়ে আনেনি। সেই বাড়তি দরেই কিনতে হচ্ছে সব পদের চাল।
মুদির হরেক রকম পণ্যর দাম বেড়েই চলেছে। শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে। যা রকমভেদে ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হতো। আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ২৮ টাকায়। বেড়েছে পোলাও চালের দাম। ডাল, আটা, চিনিও বিক্রি হচ্ছে বাড়তি দামে।
কেজিতে ব্রয়লার মুরগীর দাম ১০ টাকা বেড়েছে। বিক্রেতারা ১৭০ টাকায় ব্রয়লার বিক্রি করছেন। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজিতে। হাজার টাকা ছুঁইছুঁই খাসির মাংস।
ডিমের হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। ১৬০ টাকার নিচে মিলছে না কোনো মাছ।
কাচাঁবাজারে সব জিনিষের দাম নাগালের বাইরে। সরবরাহ কম থাকায় টমেটোর দাম ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তবে বেশিরভাগ সবজির দাম কেজিতে ৫০- ৬০ টাকা জানাচ্ছেন বিক্রেতারা।
প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। ক্রমেই তা চলে যাচ্ছে নাগালের বাইরে। ফলে বাজারে গিয়ে হতাশ সাধারণ মানুষ।