বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম
- আপডেট সময় : ০৭:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯
- / ১৬০৮ বার পড়া হয়েছে
বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। ঈদের পর থেকে এ পর্যন্ত পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। এদিকে কয়েক দফায় বাড়লেও এখন নিম্নমুখী আদা-রসুনের দাম। আর দাম কমার তালিকায় রয়েছে কিছু সবজি ও মুদি পণ্য।
হঠাৎ করে লাগামহীন কাঁচা বাজারের অন্যতম পণ্য পেঁয়াজ। ঈদের পর থেকে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। তিন সপ্তার ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। পাইকারী বাজারে দেশি পেঁয়াজের দাম ছাড়িয়ে গেছে ৫০ টাকা। পেঁয়াজের দাম পাইকারী বাজারে বেড়ে যাওয়ই কারণ বলছেন খুচরা বিক্রেতারা।তবে পাইকারদের কাছে নেই এর সদুত্তর।
অবশেষে স্বস্থি ফিরতে শুরু করেছে আদা-রসুনে। কয়েক দফা বৃদ্ধির পর এ সপ্তা’য় কেজিতে ১০ টাকা দাম কমেছে এ দু’টি পণ্যের।
এদিকে, স্থির রয়েছে সবজি ও মুদি পণ্যের দাম। কয়েকটির বাড়লেও কমেছে কিছু সবজির দাম। আর দাম কমার তালিকায় সামনে আছে মাছ ও ডিমের। তবে, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে এখনই বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের।