বাজারে হঠাৎ দেখা দিয়েছে চিনির সংকট
- আপডেট সময় : ০২:৪৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বাজারে হঠাৎ দেখা দিয়েছে চিনির সংকট। কোনো কোনো দোকানে চিনি পাওয়া গেলেও, সেখানে কেজিপ্রতি দাম রাখা হচ্ছে ১শ’ টাকারও বেশি। ঊর্ধ্বমূখী চালের বাজারও। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সব ধরনের মুরগির দাম।
বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় এমন অবস্থা। অবশ্য ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে আগের মতোই ১৫০ টাকায়। সরবরাহ থাকলেও কমেনি সবজির দাম। চড়া দামে বিক্রি হচ্ছে দেশি মাছ।
চাল, ডাল, তেলের পর এবার অস্থির চিনির বাজার। সরবরাহ সংকটের অজুহাতে নিত্যপণ্যটির দাম বাড়ানো হয়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হয়েছে ১০০ টাকা।
দোকান থেকে দোকানে ঘুরেও মিলছে না চিনি। বাড়তি দরে সরবরাহ করায় সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি করতে পারছে না বিক্রেতারা। ৫ টাকা করে বেড়েছে আটা, ময়দা, পেঁয়াজ, রসুনসহ মুদিপণ্যের দাম।
রাজধানীর বাজারে দেখা মিলছে শীতের সব্জির। সরবরাহ ভালো থাকলেও দাম বাড়তি, বলছেন বিক্রেতারা।
মিনিকেট ও আটাশসহ বেশিরভাগ মোটা চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা৷ বাড়তি দরেই বিক্রি হচ্ছে।
প্রতি সপ্তাহে দফায় দফায় বাড়ছে সব ধরনের মুরগীর দাম। ব্রয়লার কিনতে হচ্ছে কেজি প্রতি ১৯০ টাকায়। লেয়ার ও দেশি মুরগীর দামও বেশ চড়া। ১৫০ টাকা ডজনে বিক্রি হচ্ছে ডিম।
ইলিশ সংরক্ষণের প্রভাবে বাজারে দেশি মাছ ক্রেতারা কিনে নিচ্ছে উচ্চমূল্যে। নদীর মাছের কেজি হাজার টাকার উপরে।
তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংস।