বাজেটে বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি ধরা ঠিক হয়নিঃ সিপিডি
- আপডেট সময় : ০৮:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নতুন অর্থবছরে প্রস্তাবিত বাজেটের কিছু ভালো এবং কিছু খারাপ দিক রয়েছে বলে অভিহিত করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ- সিপিডি। শনিবার সকালে সিপিডির ‘বাজেট সংলাপ ২০২০’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় এ তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এসময় তিনি বলেন, রফতানি খাতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ করা হলেও এ বছর নেতিবাচক প্রবৃদ্ধি হবে ১৮ শতাংশ। আর নিম্নস্তর থেকে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হবে চ্যালেঞ্জিং। এছাড়া কোভিডের এই পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানে পরামর্শ দেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে ‘বাজেট সংলাপ ২০২০’ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন সেন্টার ফর পলিসি ডায়লগ- সিপিডির।
সিপিডির প্রধান নির্বাহী ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় শুরুতেই মুল প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি ধরা ঠিক হয়নি।
আলোচনায় অংশ নিয়ে ব্যাংকিং খাত ও এনবিআরের সংস্কারের কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ।
এছাড়া শিক্ষাখাতে গেল বছরে চেয়ে বরাদ্দ কম হওয়ায় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে জানান সিপিডির প্রধান নির্বাহী।
পরে প্রনোদনা প্যাকেজসহ কোভিডের এই পরিস্থিতিতে স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে গুরুত্ব দেয়ার পরামর্শ দেন সিপিডির চেয়ারম্যান।