বাজেটে জন আকাংঙ্খার প্রতিফলন ঘটেনি
- আপডেট সময় : ০৮:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনাকালের এ বাজেটে জন আকাংঙ্খার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা । তাদের মতে, করোনাকে রেখে অর্থনীতির চাকা পুরোপুরিভাবে ঘুরানো যাবে না। কিন্তু বাজেটে এর যথার্থ পরিকল্পনা নেই।বাজেটে আর্থিক খাত, পুঁজিবাজার এবং এনবিআরের সংস্কারের কথা বলা উচিত থাকলেও তা করা হয়নি । সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক্য ঐক্য আয়োজিত প্রস্তাবিত বাজেটের উপর ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা । এসময় বাজেটে সরকারের নেয়া পদক্ষেপের কড়া সমালোচনা করেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ।
কল্যাণকর রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিক ঐক্যের এই আলোচনার আয়োজন। শুরুতে সংগঠনটির আহবায়ক মাহমদুর রহমান মান্না বলেন, এই বাজেটে সাধারণ এবং নিম্ন আয়ের মানুষদের উপেক্ষা করা হয়েছে ।
এতে অনলাইনে আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদরা বলেন, বাজেটে শুধু অর্থ বরাদ্দ থাকলে হবে না, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।পাশাপাশি এ প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বাজেট হিসেবেও দেখছেন তারা।
প্রস্তাবিত বাজেটে সরকারের বৃহৎ কনো ভীষন নেই জানিয়ে এতে কল্যাণমুখি কনো পদক্ষেপ নেই বলেও জানান অর্থনীতিবিদরা।
প্রস্তাবিত বাজটকে সংস্কার করে কল্যানমুখি একটি বাজেট প্রনয়নের প্রস্তাবত দেন আলোচকরা।