বাজেটে স্বাস্থ্যখাতের সাথে কর্মসংস্থান সৃষ্টির ওপর বেশি নজর দেয়ার তাগিদ অর্থনীতিবিদের
- আপডেট সময় : ০৮:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনা সংকট মোকাবিলায় বাজেটে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষি ও কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, ২০২০-২১ অর্থবছরের বাজেট হবে টিকে থাকার বাজেট, অর্থনীতিকে ধরে রাখার বাজেট। স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়িয়ে যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা।
৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর সংক্রমণ রোধে সরকার ২৫ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। এতে হঠাৎ কর্মহীন হয়ে পড়ে অনেকে। অঘোষিত লকডাউনে স্থবিরতা নেমে আসে অর্থনীতিতে ।
এমন বাস্তবতায় বৃহস্পতিবার ঘোষণা করা হচ্ছে ২০২০-২১ অর্থবছরের বাজেট। করোনা সংকট মেকাবিলায় স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সামাজিক ও খাদ্য নিরাপত্তা, কৃষি ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিতে হবে বলে মনে করেন অর্থনীতিদরা।
বাজেটে বরাদ্দ শুধু বাড়ালেই হবে না, তার সঠিক ব্যবহার নিশ্চত করে দুর্নীতি অপচয় রোধ করা জরুরি বলেও মনে করেন তারা।
খাদ্য নিরাপত্তা বিবেচনায় কৃষি ও কৃষককে বাচিয়ে রাখতে প্রণোদনা, ঋণ সুবিধা ও ভর্তুকির পরিমান বাড়ানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা।