বরিশালে ডেঙ্গুরোগে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১৬৯২ বার পড়া হয়েছে
ডেঙ্গুরোগ প্রতিরোধে সংশ্লিষ্টদের ব্যর্থতার নজির স্থাপন হতে যাচ্ছে বরিশালে। শেরে-ই-বাংলা মেডিকেলে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। নির্দিষ্ট কোন কক্ষ না থাকায় মেডিসিন ভবনে অন্য রোগীদের পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে চিকিৎসা নিতে হচ্ছে ডেঙ্গু রোগীদের। ফলে রোগ ছড়াচ্ছে হাসপাতাল থেকেই।
বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেলের মেডিসিন ভবন জুড়েই ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সর্দি কাশি জ্বর গলা ব্যথা নিয়ে ডেঙ্গু সন্দেহে যারাই পরীক্ষা করাচ্ছেন তাদেরই ডেঙ্গু ধরা পড়ছে।
রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন, পৌর ও উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের লোক দেখানো ভূমিকায় ডেঙ্গু নির্মূল সম্ভব হচ্ছেনা বরিশালে।
চিকিৎসার পাশাপাশি সচেতনতা থাকার পরামর্শ এই চিকিৎসকের।
গত সাড়ে ৩ মাসে ডেঙ্গুতে ১৬৭ রোগীর মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার।