বাণিজ্য সম্প্রসারণে সরকার ব্যবসায়ীদের পাশে থাকবে: সালমান এফ রহমান
- আপডেট সময় : ০৭:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
সংকট মোকাবেলায় ব্যবসায়ীরা যেভাবে সরকারের পাশে থেকে সমর্থন দিয়েছে, সরকারও তেমনি বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ীদের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আগামী সাত দিনের মধ্যে কারফিউ উঠে যাবে বলেও আশা করেন তিনি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডার আয়োজনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন সালমান এফ রহমান। আন্দোলনের তাণ্ডব আর কারফিউর ফলে শুধু রপ্তানি বাণিজ্যেই ছয় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন এফবিসিসিআই সভাপতি।
গত কয়েক দিনের আন্দোলনের অস্থিরতায় দেশের অর্থনীতির চাকা সচল করতে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা। এতে যোগ দেন সরকারের নীতি নির্ধারকরাসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দ। কারফিউর মাঝে স্থবির হয়ে পড়া ব্যবসা-বাণিজ্য ও সাপ্লাই চেন ধাপে ধাপে চালু হতে শুরু করলেও এ সময় আমদানি-রপ্তানি বাণিজ্যের সার্বিক ক্ষতির পরিমাণ তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি।