বাণিজ্যিক ব্যাংকগুলোকে ক্ষুদ্রঋণ কর্মসূচিতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর্তমানবতার সেবায় ক্ষুদ্রঋণ কর্মসূচিতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্যাংক মালিকদের সংগঠন- বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস- বিএবি’র পক্ষ থেকে আসন্ন শীত মওসুম উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল প্রদান অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। অনুষ্ঠানে ৩৫টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সংগঠন- বিএনবি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রায় ২৬ লাখ কম্বল প্রদান করে। এ সময় বেসরকারি ব্যাংকগুলো দরিদ্র মানুষের পাশে থাকতে ভালো ভূমিকা রাখছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার প্রণোদনা প্যাকেজে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলো এগিয়ে আসলে অর্থনীতি আরো লাভবান হতো পারতো জানিয়ে এ ব্যাপারে তাদের আরো আন্তরিক হবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।