বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো ১১ ডিসেম্বর পর্যন্ত
- আপডেট সময় : ০৩:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
বান্দরবনের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বান্দরবনের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনা রিজিয়নের আবেদনের প্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়িতে এবং ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত থানচি ও আলীকদমে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। এই চার উপজেলায় ৮ নভেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞার পর ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত আলীকদমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রোয়াংছড়ি, রুমা ও থানচিতে নিষেধাজ্ঞার মেয়াদ আবার বাড়ানো হয়। এদিকে, ভরা মৌসুমেও পর্যটকশূন্য হয়ে পড়েছে বান্দরবন। নেতিবাচক প্রভাব পড়েছে হোটেল, মোটেল, রিসোর্ট, পরিবহন, রেস্টুরেন্টসহ প্রান্তিক পর্যায়ের পর্যটন ব্যবসায়।